আবার জ্বলছে পাহাড়! পুড়ছে আদিবাসীদের ঘর! কোথায় আইনশৃঙ্খলা বাহিনী?
ভাড়ায় চালিত বাঙালি মোটর সাইকেল ড্রাইভাবের লাশ পাওয়া যাওয়ায় সেটেলাররা তিনটিলায় পাহাড়ি গ্রাম আক্রমণ করছে, পুড়িয়ে দিচ্ছে! চারিদিকে শুধু কাল ধোঁয়ার কুণ্ডলী! নিরাপদ আশ্রয়ে ছুঁটছেন শত শত মানুষ। এক বাঙালির মৃত্যু আদিবাসীদের গ্রামের পর গ্রাম জ্বলতে পারেনা।এসব সাম্প্রদায়িক দাঙ্গা প্রশাসনের সহযোগিত ছাড়া সম্ভব নয়।সাম্প্রদায়িক প্রশাসন পাহাড়ের অশান্তির মূল কারন।অবিলম্বে প্রশাসনের কর্মকর্তাদের শাস্তি চাই,সেই সাথে দাঙ্গাবাজদের বিচার চাই। পাহাড়ে এত সেনাবাহিনী,র্যাব,পুলিশ,বিজিবি,আনসার ব্যাটালিয়ন থাকতে কিভাবে সেটেলাররা পাহাড়িদের বাড়িঘর পুড়ে।


No comments: