নিহতদের স্বরণে প্রজ্বলিত হলো হাজারো প্রদীপ, সরকারি কোন ত্রান পাননি ক্ষতিগ্রস্তরা!
গতকাল ১৬ জুন ভূমি ধ্বসে নিহতদের স্বরণে প্রজ্বলিত হলো হাজারো মোমবাতি। চাকমা সার্কেল চীপ ব্যরিষ্টার দেবাশীষ রায়, রাণী ইয়ান ইয়ান জনসাধারণের সাথে মোমবাতি জ্বালান নিতহদের স্বরণে।
উল্লেখ্য টানা বর্ষণে ভুমিধ্বসের ঘটনায় ১৫০ এর ও বেশি লোকের প্রাণহানী ঘটে। প্রাকৃতির এমন প্রলয়ংকরী ঘটনা এর আগে রাঙামাটিবাসী প্রত্যক্ষ করেনি। তাই তাদের আত্বার সৎগতি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলিত হলো।
ক্ষতিগ্রস্তদের একজন বলেন, তারা এখনও ছাপা আতংকের মধ্যে দিনযাপন করছেন। তাদের মাঝে SPaRC নামের এক সেচ্ছাসেবী সংগঠন সাময়িকভাবে স্যালাইন, ওষুধ, শুকনা খাবার বিতরন করেছে। তাতে কিছুটা দূর্ভোগ লাগব হলেও প্রয়োজনের তুলনায় কম। এছাড়াও আরো নাম নাজানা ছোট খাটো সংগঠন এগিয়ে আসলেও সরকারিভাবে এখনও কোন ত্রান বা সহযোগিতা পান নি।
উল্লেখ্য টানা বর্ষণে ভুমিধ্বসের ঘটনায় ১৫০ এর ও বেশি লোকের প্রাণহানী ঘটে। প্রাকৃতির এমন প্রলয়ংকরী ঘটনা এর আগে রাঙামাটিবাসী প্রত্যক্ষ করেনি। তাই তাদের আত্বার সৎগতি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলিত হলো।
ক্ষতিগ্রস্তদের একজন বলেন, তারা এখনও ছাপা আতংকের মধ্যে দিনযাপন করছেন। তাদের মাঝে SPaRC নামের এক সেচ্ছাসেবী সংগঠন সাময়িকভাবে স্যালাইন, ওষুধ, শুকনা খাবার বিতরন করেছে। তাতে কিছুটা দূর্ভোগ লাগব হলেও প্রয়োজনের তুলনায় কম। এছাড়াও আরো নাম নাজানা ছোট খাটো সংগঠন এগিয়ে আসলেও সরকারিভাবে এখনও কোন ত্রান বা সহযোগিতা পান নি।
No comments: