লক্ষ্মীছড়িতে পুলিশ সদস্য কর্তৃক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ!
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে স্থানীয় থানার এক পুলিশ সদস্য কর্তৃক ৯ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০১৭) রাত সাড়ে ৮টায় ইউএনও কার্যালয়ের পার্শ্ববর্তী স্থানে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আজ শুক্রবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে থানার ওসি বৈঠক করেন। তিনি (ওসি) অভিযুক্ত পুলিশ সদস্য আনোয়ার শাহাদাৎ-কে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে থানা থেকে ক্লোজড করে জেলায় পাঠানো হবে বলে জনপ্রতিনিধিদের জানিয়েছেন।
সুত্রঃ সিএইচটিনিউজ


No comments: