Monday, August 25 2025

Header Ads

Breaking News
recent

সৌদি সামরিক ঘাটিতে ইয়েমেনের ক্ষেপনাস্ত্র হামলা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা আবারো সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জিজান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

ইয়েমেনের গণমাধ্যম জানিয়েছে, সৌদি সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, গতকাল (রোববার) বিকেলে কাহের এম-২ ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি ঘাঁটিতে হামলা চালানো হয়।

এদিকে, জিজান প্রদেশের নাহুকা এলাকায় ইয়েমেনি সেনা ও হুথি গেরিলাদের হামলায় সৌদি সেনা এবং তাদের অনুগত বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, সৌদি আরবের নাজরান প্রদেশে গতকাল ইয়েমেনি যোদ্ধাদের গুলিতে আরেক সৌদি সেনা নিহত হয়। এর একদিন আগে ইয়েমেনি সেনাবাহিনীর হামলায় জিজান ও নাজরান প্রদেশে অন্তত সাত সৌদি সেনা নিহত হয়েছিল। এর মধ্যে জিজান প্রদেশেই মারা গেছে ছয়জন। 

No comments:

Powered by Blogger.