Header Ads

Breaking News
recent

কোটি সমর্থকের আশা বাচিঁয়ে রাখলো মেসি, রোহো

নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে ১৪ মিনিটে গোলটি করেন লিওনেল মেসি।

কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটেই সমতায় ফেরে নাইজেরিয়া। পেনাল্টি থেকেই এই গোল করেন নাইজেরিয়ার ভিক্টর মোসেস। ৮৫ মিনিটে রোহো গোল করলে জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা!

আর্জেন্টিনার আজ ‘বাঁচা-মরার’ লড়াই। সামনে অনেক হিসাব নিকাশ। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে আজ নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে জিততেই হবে। আবার শুধু জিতলেই হবে না। এখানে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ডের মধ্যকার ম্যাচটির ফলাফলও এখানে গুরুত্বপূর্ণ।

সেইন্ট পিটার্সবার্গে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। একই সময়ে রোস্তভ-অন-ডনে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে আর এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ড হারে অথবা ড্র করে তাহলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। আর আর্জেন্টিনাকে যদি নাইজেরিয়া হারাতে পারে তাহলে অন্য কোনো হিসাব ছাড়াই নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

আর্জেন্টিনা যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে তাহলে প্রতিপক্ষ হিসাবে তারা ফ্রান্সকে পাবে। কারণ, ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স।

আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় রাউন্ডে যদি তারা উঠতে পারে তাহলে গ্রুপ রানার আপই হবে। ‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া ইতিমধ্যে দুইটি জয় নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে।

এমন সব সমীকরন পেছনে ফেলে ক্রোয়েশিয়া 2-1 গোলে আইসল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে। আর তাতে মেসিদের সমীকরণ সহজ হয়ে যায়। জিতেই নকআউট পর্বে চলে গেল। তবে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। 

No comments:

Powered by Blogger.